Saturday, November 5, 2011

বরাতিয়া গ্রামে যথাযথ মর্যাদায় সম্পন্ন হল শ্রী শ্রী জগধাত্রী পুজা। এ উপলক্ষে শুক্রবার রাতে অনুষ্ঠিত হল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান । সাথে ছিল বিশেয় নাটক ১> ভুত ।এই নাটকে অভিনয় করেছেন উজ্জল দে, মিঠুন দেবনাথ, গোপীনাথ দে, অশিষ দে, রিপন দে, বিপ্লব রায় সহ আরো অনেকে ২> হৃদয়ের মাঝে হোগলার বেড়া। এই নাটকে অভিনয় করেছেন সুমন দাস, কামরুজ্জামান, রাজু সরকার, সুজন মল্লিক। বরাতিয়ার বনিকপাড়ার চড়কপুজা দেখতে ভিজিট করুন