যুগের সাথে তাল মিলিয়ে মানুষ আধুনিকতার এক অলৌকিক পরিবর্তন ঘটিয়ে আসছে। বিশেষ করে টিনেজার বন্ধুদের এক বিরাট আগ্রহ। কে, কত আধুনিকতা শরীরে জড়িয়ে রাখতে পারে। ওয়েস্টার্ন-অনুকরলের ফলে বাংলার প্রকৃত ঐতিহ্য আমরা আজ হারাতে বসেছি। সে সাথে ধ্বংস করছি আমরা আমাদের সংস্কৃতি। মানুষের কাজ কর্মের পুরানো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে-বৈজ্ঞানিক প্রভাবের দরুণ। আর এজন্যই আমরা হারাচ্ছি পুরানো অনেক ঐতিহ্য। এটা যুগের সাথে তাল মিলিয়ে শারীরিক পরিশ্রমকে লাঘব করার চেষ্টা। কিন্তু ওয়েস্টার্ন দেশ গুলোর অনুকরলের ফলে প্রকৃত শিল্প, সংস্কৃতি ঐতিহ্য গুলোর খোজ নেই। বর্তমানে বিশ্বায়নের যুগে ওয়েস্টার্ন ভাষা ইংরেজী আন্তর্জাতিক ভাষা। এটাকে কিন্তু ওয়েস্টার্ন বলা যাবে না। কিন্তু যে অনুকরণ গুলো আমাদেরর কোন উকারে না এস ক্ষতি ও অপব্যয় এবং রং তামাসার মাধ্যম হিসাবে উপস্থাপনা করা হয় সেগুলো নিশ্চই অপসংস্কৃতি। যা বাংলাদেশ তথা বাংলা ঐতিহ্যের জন্য মারাত্নক হুমকি স্বরুপ। যদিও ওয়েস্টার্ন দেশ গুলো থেকে আমাদের দেশ বিশ বছর ফিছিয়ে রয়েছে। এতেই এ দেশের অবস্থা এই। তাহলে আগামী বিশ বছর পর দেশের অবস্থা কি হবে তা এখনই অনুমেয়। কে কত আকর্ষনীয় হয়ে অন্যের নিকট উপস্থাপন করবে, এটাইতো আধুনিকতা!
P.C College.Bagerhat Facebook
আমার এক বন্ধু জিস্ন প্যাণ্টের পায়ের কিছু অংশ কেটে অন্য রঙ্গের সেলাই দিয়ে হিল সু পায়ে বসিয়ে, মারকারি চশমা নাকে বসিয়ে বুকের পশম পৃথিবীকে দেখিয়ে ভিড় ঠেলে পথ চলছিল। মাথায় ছিল পিঠ অব্দি চুল। বুকের উপর মেয়েদের নিকট থেকে ধার করা ওড়না, এক কানে দুল, ডান হাতে চুড়ি দিয়ে পথ চলছি। এই তো আধুনিকতা।
অন্য দিকে সেদিন আমি এক কসমেটিক্সের দোকানে বসেছিলাম। হঠাৎ এক হিপ নৌকার মতো মেয়ে এল। দামী পারফিউম কিনতে এসেছে। আমিতো দেখে এক সাগরের কাছে নদীর গন্ধ পেয়েছি। দেখলাম বুকের এক পাশে শুভ্র তিল। অরগেণ্টি কাপড়ের ভেতর স্কীন পাতলা কাপড়ে মোড়ানো। শ্যাম্পু করতে করতে এবং চুলে হিট দিয়ে চুল গুলো হয়ে উঠেছে ঘোড়ার লেম মার্কা। মেকাপ করে চোখের পাতা যেন দুই ইঞ্চি পুরু হয়ে উঠেছে। ঠোটের লিপিস্টিক দিয়ে নিশ্চিই বিভিন্ন রঙ্গের এক বালতি রং গোলা যাবে। চোখের ভ্রু নেই। ৮ ইঞ্চি উচু খুরের হিলের নিচে কিছু পড়লে নিশ্চত ডাক্তার লাগবে। স্যালোয়ারের নিচের দিকে খাট। ধীরে ধীরে তা উপরের দিকে ধাবিত হচ্ছে এবং তা নিচের দিকে বিঘাত খানেক ছেড়া। কামিজের কোমর অব্দি জোড়াহীন। হাটার স্টাইলে পিলে চমকে যায়। এভাবে স্যালোয়ার উপর দিকে ধাবিত হতে থাকলে একদিন না হয় একদিন ইংলিশ প্যাণ্টে রুপান্তরিত হবে।
কিন্তু কেন ঐ ওয়েস্টার্ন দেশ গুলোকে অনুসরণ, অনুকরণ। আমরা কি পারি না আধুনিকতার ছোয়া দিয়ে পুরানো ঐতিহ্যকে ধরে রাখতে?
P.C College.Bagerhat Facebook
subrosumon@yahoo.com