Sunday, November 18, 2012

আমি আজকে দেখলাম মানুষ কি ভাবে ঘুষ এর টাকা চাই। আজকে কাউনসিল অফিস থেকে এক ব্যক্তি এসে বলে আপনাদের পাকা বাড়িটি কত দিনের তৈরি বললাম ১৫ বছর। ১৫ বছরের খাজনা তো অনের টাকা আসে প্রাই ২০০০ হাজার টাকা এবং ১৫ বছরের সুদের সুদ অনেক টাক। তবে আমাকে যদি আপনি ২০০ টাকা দেন তাহলে আমি আপনার বাড়ি টি ১৫ বছর এর জাইগায় ৫ বছর করে দেব। তাহলে হিসাব করে দেখুন ঐ ব্যক্তির মাসিক ঘুষ খাওয়ার ইনকাম কত। প্রতি বাড়ি থেকে সে এই ভাবে ঘুষ চাচ্ছে এবং খেয়ে যাচ্ছে। আর আমরাও ঘুষ দিয়ে যাচ্ছি।