Tuesday, February 12, 2013

এই প্রজন্ম নিয়েছে জন্ম
মুক্তি যুদ্ধের চেতনারুপায়নে।
ভাঙ্গতে যত বাধা, শত শৃঙ্খলে,
রুখতে কালো হাত যত সব আধারে ।।

গর্জে ওঠো, এগিয়ে চল সম্মুখে
ভয় করোনা অট্রোহাস্যের আধারে।
দাও হানা দাও, রুখতে হবে সজরে
বিদ্যুত বেগে ঝাপিয়ে পড় পাজরে ।।


প্রজন্ম চত্তরের জন্য লিখিত গান
সুর করুন এবং প্রজন্ম চত্তরে গান করুন।

মো: কামরুজ্জামান বিশ্বাস/ সুমন দাস
সপ্তসুর সংগীত নিকেতন
ডুমুরিয়া, খুলনা
০১৭১৮-৮৩১৪৪৬/০১৭২০৫৮৭৫৮৭
subrosumon@yahoo.com

www.baratia.blogspot.com