Tuesday, February 12, 2013

এই প্রজন্ম নিয়েছে জন্ম
মুক্তি যুদ্ধের চেতনারুপায়নে।
ভাঙ্গতে যত বাধা, শত শৃঙ্খলে,
রুখতে কালো হাত যত সব আধারে ।।

গর্জে ওঠো, এগিয়ে চল সম্মুখে
ভয় করোনা অট্রোহাস্যের আধারে।
দাও হানা দাও, রুখতে হবে সজরে
বিদ্যুত বেগে ঝাপিয়ে পড় পাজরে ।।


প্রজন্ম চত্তরের জন্য লিখিত গান
সুর করুন এবং প্রজন্ম চত্তরে গান করুন।

মো: কামরুজ্জামান বিশ্বাস/ সুমন দাস
সপ্তসুর সংগীত নিকেতন
ডুমুরিয়া, খুলনা
০১৭১৮-৮৩১৪৪৬/০১৭২০৫৮৭৫৮৭
subrosumon@yahoo.com

www.baratia.blogspot.com

Wednesday, February 6, 2013

সার্চ ইঞ্জিন হিসেবে প্রথমেই আসে গুগলের www.google.com নাম। এটি সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন রয়েছে। চলুন দেখে আসি।

www.yahoo.com
www.bing.com
www.altavista.com
www.lycos.com
www.hotbot.com
www.iatlus.com
www.goto.com
www.websurfer.com
www.aol.com
www.fastsearch.com
www.dejanews.com
www.excite.com
www.infoseek.com
www.euroseek.net

এগুলো গেলো জেনেরিক সার্চ ইঞ্জিন। এছাড়াও কিছু বিষয়ভিত্তিক সার্চ ইঞ্জিন রয়েছে। যেমনঃ-
www.cnet.com   প্রযুক্তি সম্পর্কে তথ্য পাবেন (You will receive information about technology)
www.mp3.com  সব গানের তথ্য পাবেন (Music will find all the information)
www.beyond.com   ডাউনলোডের তথ্য পাবেন (You can download information)

এরকম আরো হাজার হাজার সার্চ ইঞ্জিন রয়েছে। ইন্টারনেট ঘেটে ঘেটে আরো অনেকগুলো পাবেন।

Tuesday, February 5, 2013

কম্পিউটার সাধারণত স্লো হয় অপ্রয়োজনীয় ফাইলের কারণে। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করতে করতে অনেক অপ্রয়োজনীয় ফাইলই রেখে দিই। ভাবি যে, পড়ে কাজে আসবে। দেখা যায় যে, এটি আর কখনো কাজে লাগে না। তাছাড়া ব্রাউজার কেশ, টেম্পোরারি ফাইল, কোকিস আরো বিভিন্ন গোপন ফাইল থাকে যা শুধু শুধু দিনের পর দিন পড়ে থাকে কম্পিউটারে আর হার্ডডিস্ককে অক্ষম করে তোলে।

 এমন অনেক কম্পিউটার ব্যবহারকারী দেখেছি যাদের অভিযোগ- “কয়েকদিন আগে মাত্র কম্পিউটারটি কিনলাম আর এখনই মনেহচ্ছে স্লো হয়ে গেছে।” হবেই তো, কারণ- এই রকম অসংখ্য অপ্রয়োজনীয় ফাইলের কারণেই মূলত: কম্পিউটার স্লো হয়ে যায়। ম্যানুয়্যালী এসব টেম্পোরারী ফাইল ডিলিট করা গেলেও অনেক গোপন ফাইলও থেকে যায়। ম্যানুয়্যালী এসব টেম্পোরারী ফাইল ডিলিট করতে হলে যা করতে হয়-
 Windows seven, vista, xp-
 Start– > Run
 Type- %temp% এবং এন্টার বাটন প্রেস করুন। এরপর দেখবেন একটা উইন্ডো ওপেন হবে। সেখান থেকে সব ফাইল সিলেক্ট করে মুছে দিন। এক্সপিতে অনেক সময় সব ফাইল ডিলিট হতে চায় না। সেজন্য, প্রথমে কম্পিউটারটি রিষ্টার্ট দিন তারপর এই পদ্ধতি অবলম্বন করুন।

 Type- temp এন্টার বাটন প্রেস করুন। পূর্বের মতই একটা উইন্ডো ওপেন হবে। এবং সব ফাইল মুছে ফেলুন।

 Type- prefetch এন্টার বাটন প্রেস করুন। উইন্ডো ওপেন হলে সব ফাইল মুছে ফেলুন।

 Type – recent – for XP user’s only.

এন্টার বাটন প্রেস করুন এবং উইন্ডো ওপেন হলে সব ফাইল মুছে ফেলুন।

 Type- cookies – for XP user’s only. এন্টার বাটন প্রেস করুন এবং উইন্ডো ওপেন হলে সব ফাইল মুছে ফেলুন।