Saturday, July 7, 2012

সরকারী পি.সি কলেজ
বাগের হাট
সরস্বতী পূজার ম্যাগাজিন

একটি সুপারিশ
সুমন দাস।

কি হবে লেখা পড়া শিখে?
যেখানে লেখা পড়ার কোন মূল্য নেই!
মূল্য নেই- শিক্ষিত লোকের।
যেখানে, গুণী লোকের চেয়ারখানা
দখলে থাকে- টাকাওয়ালা ঐ মূর্খদের।
যারা শিক্ষিত লোকের মর্যাদা বোঝে না,
করতে বোঝে না মূল্যায়ন।
তাদের মধ্যে থেকে শিক্ষাকে কেন-
অবমূল্যায়ন করবো?
তাইতো লেখা পড়া বাদ দিলাম।
এই লেখা পড়া বাদ দিয়ে-
শিক্ষার মানকে বাচাতে চাইলাম।
আমি অমানুষদের মধ্যে থেকে
মানুষ হতে পারবো না।
পারবো না শিক্ষাকে জলাঞ্জালি দিতে।
তাইতো স্ব ইচ্ছাই........................
মাগো- আজ আমার জন্য
একটু সুপারিশ করোনা লক্ষী মাতার কাছে!
আমি ওদের মতো টাকাওয়ালা হতে চাই।
চাই ক্ষমতা!
শিক্ষা দিয়ে কি হবে?
মূর্খরা যেখানে শিক্ষাকে
অবদমিত করতে চায়, মান দেয় না,
কি হবে সে শিক্ষা দিয়ে?
আমি চাই টাকা, চাই ক্ষামতা,
চাই ক্ষমতার ঐ চেয়ারগুলো।
আজ তুমি কি একটু সুপারিশ
করবে না আমার জন্য?
শুধু একটি শুপারিশ?
 
suman.das@smec.com

2 comments:

Thnaks