এইচএসসি'র ফল আগষ্টের প্রথম সপ্তাহে
২০১৩ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগষ্টের প্রথম সপ্তাহে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানায়, আগষ্টের প্রথম সপ্তাহে এইচএসসি/সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে বিগত বছর গুলোতে। সেই ধারাবাহিকতায় এবারের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনে অর্থত ৩ আগষ্টের মধ্যে ফল প্রকাশের কথা ছিল। তবে ২ ও ৩ আগষ্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় এই নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভবনা কম। ৪ বা ৫ আগষ্ট ফল প্রকামের সম্ভাবনা আছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ১ এপ্রিল থেকে শুরু হয়েছিল এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) পরীক্ষা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৮ মে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু হরতার ও ঘুর্ণিঝড় মহাসেনের কারণে কয়েকটি বিষয়ের পরীক্ষা পেছানো হয়, এর ফলে পরীক্ষা শেষ হয় ৩ জুন।
এবারের এইচএসসি/সমমানে পরীক্ষায় অংশ নিয়েছে ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষাথী।
রেজাল্ট পাবেন এই ঠিকানাতে : H.S.C
RSS Feed
Twitter
3:01 PM
Amit Das
Hello
ReplyDeleteThanks..
Delete